বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মো. নুরুল আলম:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে হাবিবুল বশর (৩৮) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেলে উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেহনগর এলাকায় জমিতে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চন্দনাইশ থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় বালু ও মাটি উত্তোলন করে আসছিলো। তাদের ধরতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। সেই ধারাবাহিকতায় সাতবাড়িয়া ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।