বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ওভার লোডের কারণে মাইনী নদীর ব্রিজ ধসে পড়েছে- দীঘিনালা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ওভার লোড ও অধিক গতি, সড়ক/সেতুর ব্যাপক ক্ষতি

 

শাহাদাৎ হোসেন (সোহাগ)
খাগড়াছড়ি, দীঘিনালা

দীঘিনালা থেকে সাজেক সড়ক পথে ওভার লোড নিয়ে পাথর বোঝাই ট্রাক মাইনী বেইলি ব্রিজ ধসে পড়ে আহত (১) নিহতর খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ট্রাকটি মাইনী ব্রিজ পারাপারের সময় অল্প কিছু সামনে গিয়েই এমন ঘটনা ঘটে। তবে ট্রাক গাড়িটি ওভার লোড নেওয়ার কারণে ব্রিজের এক পাশ ভেঙ্গে ট্রাকটি উল্টে ব্রিজের নিচে পড়ে যায়। ট্রাকের মালিক মের্সাস সেলিম ট্রেটাস, গাড়ি নং চট্টমেট্র-গ (১১৩৫০০)। বর্তমানে দীঘিনালা উপজেলা থেকে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম (ইউএনও)।

পরিদর্শনকালে বলেন, খুব তারাতাড়ি দীঘিনালা থেকে সাজেক সড়কের মাইনি বেইলি ব্রিজ কাজ সম্পূর্ণ করা হবে এবং যানবাহন চলাচল শুরু করা হবে।