শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রমজান উপলক্ষে ১০ লাখ কোরআন বিতরণ শুরু করেছেন সৌদি আরব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মোহাম্মদ কামাল উদ্দি ,সৌদি আরব ,প্রতিনিধঃ মদিনার কিং ফরহাদ কমপ্লেক্সে তৈরি করা ২২ টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ হয়।।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের এর অনুমোদন দেয়া প্রায় ৭৬টি ভাষার কোরআনের তরজমা করা ১০লক্ষ কপি কোরআন রমজানের আগে ও রমজানের মধ্যে বিতরণ করা হবে।।

আরব নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে ।কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে ।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফরহাদ কমপ্লেসের প্রধান ডক্টর আব্দুল লতিফ আল শেয়খ বলেছেন বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।।