বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পদুয়া আজাদ নগর মিশকাতুর রাসুল (সঃ) মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া আজাদ নগর মিশকাতুর রাসুল (সঃ) মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা এবং মুজাহিদে আজম,শাহ ছুফি আল্লামা ছিদ্দিক আহমদ আজাদ (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বাদে আছর থেকে আজাদ নগর মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নেছার আহমদ চৌধুরী। বাদে এশা ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির কোম্পানি।

মাদরাসার পরিচালক শাহজাদা মোহাম্মদ শাহ্ নুরানী আজাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

ওয়ায়েজ ছিলেন ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শামসুল ইসলাম, হাফেজ মাওলানা মফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান।

শিক্ষক নেতা মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া বাজার দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সিকদার, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ কাউছার, কাজি জসিম উদ্দিন,এডভোকেট আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের সওদাগর, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আহমদ সওদাগর, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ মোহাম্মদ শাহ আজাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর, যুবলীগ নেতা সোহেল চৌধুরী, মাস্টার মুহাম্মদ রফিক সহ আরো অনেকেই।

এছাড়াও বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিলে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ দূর দূরান্ত থেকে আগত শতশত মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।