শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়া – কেরানীহাটে – জানে আলমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩

মোঃ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের সাতকানিয়ায় হযরত শাহ বকস ফকির (রহ:) কেরানীহাট সিএনজি ফোর স্টোক অটো রিক্সা মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলমগীর ও হযরত কালু শাহ (রহ:) সিএনজি ফোর স্টোক অটো রিক্সা চালক বহুমুখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্দ। অংশ নেন শত শত সিএনজি ফোর স্টোক অটো রিক্সা মালিক-চালকরা। বিকেলে বান্দরবান-চট্টগ্রাম সড়কের কেরানীহাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।হযরত শাহ বকস ফকির (রহ:) কেরানীহাট সিএনজি ফোর স্টোক অটো রিক্সা মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফান, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, হযরত কালু শাহ (রহ:) সিএনজি ফোর স্টোক অটো রিক্সা চালক বহুমুখী সমবায় সমিতি সভাপতি ফরিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গির আলমসহ অনেকে বক্তব্য রাখেন।বক্তারা, দ্রুত সময়ের মধ্যে অপরাধিদের গ্রেফতার করে প্রসাশনের কাছে কঠিন শাস্তির দাবি জানান।।