আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম বলেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। গারাংগিয়া শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের বি, জি, সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচ বনাম আলুর ঘাট ফুটবল একাদশ ফাইনাল ম্যাচ হাতিয়ার পুল KCL মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
উক্ত খেলায় বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা সকির ফরিদুল আলম, সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ টিটু, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মির্জা আবু সোলতান, সোনাকানিয়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হোসাইন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুরুন্নিসা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোজাহের বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার কানিজ ফাতেমা, যুবলীগ নেতা মোহাম্মদ ইরফান, আওয়ামী লীগ রুবেল শীল, ফারুখ আহমদ, মোহাম্মদ জিহাদ, ছাত্রনেতা মঞ্জুরুল আলম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ সামী, মোহাম্মদ নোমান, মোহাম্মদ শাহাদাত হোসাইন সায়েম, রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খেলায় আলুর ঘাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।