বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী জামিজুরী গ্রামের যুগযুগ ধরে যাতায়াতের একমাত্র রাস্তা মাটি  ফেলে টিনের বেড়া দিয়ে   রাস্তাটি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মার্চ, ২০২৩

চন্দনাইশের দোহাজারী জামিজুরী গ্রামের যুগযুগ ধরে যাতায়াতের একমাত্র রাস্তা মাটি  ফেলে টিনের বেড়া দিয়ে   রাস্তাটি বন্ধের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শতশত নারী পুরুষ।রবিবার সকালে  গুনা ফকির  পুকুর পাড়ের রাস্তাটিতে  এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে    এই রাস্তা দিয়ে মসজিদ, মন্দির, স্কুল মাদ্রাসা হাটবাজার যাতায়াত ছিল। বর্তমানে রাস্তার উপর মাটি ফেলে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন যাতায়াতের একমাত্র রাস্তা।গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধের কারণে চরম অসুবিধা সৃষ্টি হয়েছে ।গ্রামের কোন মানুষ অসুস্থ বা আগুনের মত কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরী সেবা থেকে বঞ্চিত হবে।এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, আবুল কাশেম আয়শা খাতুন

সামশুল আলম,আরিফুর ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, আলোদ্দীন, আরিফ মিয়া,জাকির হোসেন,আকতার হোসেন, মো ইলিয়াস হোসেন  সহ ভুক্তভোগী  পরিবার ও  এলাকা বাসী।