আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আবদুল হাকিম রানা: চট্টগ্রামের পটিয়ায় নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও আতিকুল মামুন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, সহকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, ক্যাব উপজেলা আহবায়ক সাংবাদিক আবদুল হাকিম রানা, এস এম জুয়েল মনছুর আহমদ, মুহাম্মদ ইদ্রিস, নুরুল ইসলাম, মোরশেদুল আলম, নাজিম উদ্দিন সহ অনেকে।
এতে ভোক্তাদের অধিকার প্রতিষ্টায় সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলা হয়, সরকার ভোক্তার অধিকার প্রতিষ্টায় আইন প্রনয়ণ করেছেন। কোন পন্য ক্রয় বিক্রয়ে অনিয়ম ধরা পড়লে ছাড় দেওয়া হবে না। এছাড়া ও পন্য ক্রয়ে কোন ভোক্তা
প্রতারণার শিকার হলে ভোক্তা অধিকার আইনে শাস্তি ভোগ করতে হবে। আর এ ধরনের তথ্য দাতা মোট জরিমানার পচিশ পার্সেন্ট টাকা পাবেন। তাই সচেতনতার মাধ্যমে ভোক্তার অধিকার প্রতিষ্টায় সব মহলকে একযোগে কাজ করতে হবে।