শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

হৃদয়ে দিয়াকুল সংগঠনের ঈদ পূনর্মিলনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-১৯ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল কর্তৃক আয়োজিত
ঈদ পূনর্মিলনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা-১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৮ জুন দিয়াকুল সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।

হৃদয়ে দিয়াকুল এর সভাপতি ওবায়দুল হক শাকিল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইমুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, শুভ উদ্বোধক ছিলেন দিয়াকুল সানোয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা ডাঃ নোবেল বড়ুয়া,মোঃ আমছুর উদ্দিন, মোহাম্মদ সোহেল, আকিব হাসান, সাদেক হোসেন। হৃদয়ে দিয়াকুল এর কার্যকরী সদস্য মিজানুর রহমান, দেলোয়ার হোসেন,বেলাল উদ্দিন, আরমান উদ্দিন,জাবেদুল ইসলাম,
সাইফুল ইসলাম, সদস্য শুভ বড়ুয়া, মোজাম্মেল হক,জাকের,আব্দুল্লাহ আল নোমান, তারেক উদ্দিন, মোঃজাহেদ,রিমন সেন,নুরুন নবী,রবিউল ইসলাম, আরেক রহমান,মিজানুর রহমান,প্রভাষক আহমদ শফি,মোঃজাকের হোসেন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় খলিলুর রহমান (প্রবাসী)

প্রধান অতিথি বক্তব্যে আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দিবে,দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।
তাই অভিভাবক ও শিক্ষকদের সু নাগরিক গঠনে ভূমিকা রাখার গুরুত্বারূপ করেন। বক্তারা হৃদয়ে দিয়াকুল সংগঠন আগামী প্রজন্ম বিনির্মানে কাজ করে যাচ্ছে বলে ভূয়সী প্রশংসা করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন ও ১৫ জন বিজয়ীকে সনদ,ক্রেস্ট, পুরস্কার তোলে দেন অতিথিরা।