বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে’ পুড়ল ঘর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে লাগা আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২১ মার্চ ) রাত ১১. ৫০টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোরশেদুল আলম। কাউন্সিলর বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ বাড়িতে না থাকায় আগুনের প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন- দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকার মৃত করিম বকসুর ছেলে মো. ফজল করিম।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল মনসুর চৌধুরী সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া প্রতিটি বাড়িতেই দামি আসবাবপত্র ছিল। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১টি বসত ঘরের ৪-৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ ক্ষয়-ক্ষতি হয়েছে।