রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় বাজার নিয়ন্ত্রণে অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১০ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের যেন কোন মজুতদারি করা না হয় এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে মানুষের হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, রমজানের আগে বাজার মনিটরিংয়ে বের হয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্কতাস্বরূপ ১০ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অপরাধে পুনরায় জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।