বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ার আশিয়া উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান এমএ হাসেম- ক্রীড়ার মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মান করতে হবে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

আবদুল হাকিম রানা: পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা সভাপতি, আশিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম বলেছেন বর্তমান অবক্ষয়ের যুগে ছেলে-মেয়েদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ক্রীড়ামূখী করে গড়ে তুলতে হবে। এ জন্য তিনি পড়া লেখার অবসরে অবহেলা ও অলসতায় সময় ক্ষেপন না করে অভিভাবকদের কে ছেলেমেয়েদের প্রতি যত্নবান
হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি গতকাল পটিয়ার আশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবদুল জলিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দাতা সদস্য গোলাম রহমান মঞ্জু, শিক্ষানুরাগী সদস্য নাছিমুজ্জামান বাহাদুর, নজরুল ইসলাম টিপু, উদয়ন বড়ুয়া, অভিভাবকসদস্য জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক নরুল আমিন সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক দিলীপ কুমার। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।