বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মাইনী বাজারে মনিটরিং কমিটির তদারকি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

সাকিব আলম মামুন,লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনী বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ মাহে রমজান উপলক্ষ্যে মাইনী বাজার পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার দুপুরে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মনিটরিং কমিটির আহ্বায়ক মো. এখলাছ মিঞা খান এর পরিচালনায় এবং সদস্য সাখাওয়াত হোসেন সোহেল এর নেতৃত্বে বাজার মনিটরিং কমিটির সদস্যরা বাজারের বিভিন্ন পণ্যের দাম যাচাই করা সহ ক্রেতা ও ভোক্তাদের সেবা নিশ্চিত করতে দোকানপাট-বাজারের বিভিন্ন স্থানে লিফলেট লাগানো হয়।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, বাজার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ ও মো. আবুল কাশেম, সদস্য সচিব মো. জামাল উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন, মো. রেজাউল করিম, আবুল বশর, মো. ইউনুছ, মো. সোহেল ও মাহাবুব আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।

মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সোহেল জানান, আসন্ন রমজান মাসে ব্যবসায়ীরা আকস্মিক ভাবে যেন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি না করে এবং প্রতিটি পণ্যের মূল্য তালিকা করে টাঙানোর নিদের্শ প্রদান করা হয়। আগামীকাল থেকে যারা মূল্য তালিকা টাঙাবে না তাদের জরিমানা করা হবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে যদি কেউ বেশি নিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।