আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযান-৪১ হাজার টাকা জরিমানা হয়েছে।২৯ মার্চ বিকাল ২.৩০টায় কেরানীহাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন দোকানে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন দোকান ও তরমুজের আড়তে পণ্যের দাম ও মূল্য তালিকা যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং দোকানের বাইরে সড়কের উপর তরমুজ ও মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ এবং কৃষি বিপনণ আইন ২০১৮ অনুযায়ী মোট ০৬ টি মামলায় মোট ৪১,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানিদের রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে সেনিটারী ইন্সপেক্টর সারওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।