মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আগুনে পুড়ে যাওয়া ৭দোকানে প্রায় ২ কোটি টাকা’র বেশি লোকসান -বাজার কমিটি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

খাগড়াছড়ি, দীঘিনালা
শাহাদাৎ হোসেন (সোহাগ)

কোটি টাকা পুড়ে ছাই, ত্রাণ দিয়ে কি করবো বললেন দীঘিনালা বাজারে আগুন লেগে পুড়ে যাওয়া দোকানের মালিকরা।

দীঘিনালা থানা বাজারে রাত আনুমানিক ১.০০ টায় আগুন লেগেছে খবর আশেপাশে দোকান ব্যাবসায়িরা কয়েকটি দোকানে তাত্ক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ১টি টিম। ভয়াবহ অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে আসেপাশে দোকান গুলো সহ গোডাউনে তবে, স্থানীয় সূত্রে জানা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দোকান ব্যাবসায়িক ও মালিকদের।

গত ৩ এপ্রিল গভীর রাতে ভয়াবহ আগুন দীঘিনালা থানা বাজারে দোকান ব্যাবসায়ি মোঃনিজাম উদ্দিন বলেন, এটা দ্বিতীয় আগুন আমাদের অবস্থান এখন রাস্তায় মালামাল সহ টাকাও পুড়ে ছাই হয়ে এখন নিঃস্ব আমরা। প্রায় ২ কোটি টাকা সহ ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে আমাদের সব কিছু। ক্ষয়ক্ষতির মুখে ব্যাবসায়ি নিজাম উদ্দিন সহ আরো ব্যাবসায়িরা।

তবে, আগুনে পুড়ে যাওয়া দোকান ব্যাবসায়িরা বলছেন আমাদের এখন আর কোন পথ নেই সরকারের সাহায্য ছাড়া। আগুন লেগে এর আগেও পুড়ে ছাই হয়েছে ব্যাবসা প্রতিষ্ঠান। আমরা ত্রাণ চাই না আমরা দু মুঠো খাবার খেয়ে বাচতে চাই। আমাদের দাবি পুড়িয়ে যাওয়া ২ কোটি টাকার বেশি মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত এবং এখন আমরা রাস্তায় তাই সরকার মহলের কাছে আর্থিক সাহায্য আবেদন করছি।