মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির ইফতার মাহফিল সম্পন্ন।

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

জুবাইরুল ইসলাম জুয়েল,স্টাফ রিপোর্টার:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজার শহরের কলতলীস্থ হোটেল বীচওয়ের হল রুমে জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর নাছিমা আক্তার বকুল।

উদ্বোধনী বক্তব্য রাখেন দৈনিক সাংঙ্গুর স্টাফ রিপোর্টার, কক্সবাজার নিউজের বার্তা সম্পাদক ইমাম খাইর। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার টিভি জার্নারলিষ্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ সভাপতি ও ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, জেলা কমিটির সহ সভাপতি ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নুরুল আমিন হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জিসান, সহ সাধারণ এন, এস কায়সার হক জুয়েল, অর্থ সম্পাদক শাখাওয়াত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কায়েদ আলম কায়সার, সহ সম্পাদক মোঃ রফিক উদ্দিন লিটন, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ঈমন, সহ- সাংস্কৃতিক সম্পাদক ফাহিম, সহ প্রচার সম্পাদক শহিদুর রহমান রাফি, শামশুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের দেশের জন্য, মানুষের জন্য, সমাজের মঙ্গলের জন্য সাংবাদিকতা করতে হবে। এটা সম্মানের জায়গা। সম্মান অক্ষুন্ন রেখে এ পেশায় কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে।