বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৫টি রুম পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় অগ্নিকাণ্ডে ১টি বাড়ির ৫টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবার।

শনিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টায় পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা রহমান সিরাজের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা পরিবার হলেন, মৃত মোঃ করিম বকসুর ছেলে মোঃ কামরুল ইসলাম।

চন্দনাইশ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম জানায়, শনিবার দুপুরে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ৫টি রুমে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪০মিনিট বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার (ভারপ্রাপ্ত ইনচার্জ) আবু মনসুর চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট সময় চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ রান্না ঘরের চুলা থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।