মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দীঘিনালা ডিজিএফের চাল পাচ্ছেন পুরুষ ৪৯৯৫, মহিলা ১১৬৭৫ জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

খাগড়াছড়ি, দীঘিনালা
শাহাদাৎ হোসেন (সোহাগ)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বরাদ্দ ডিজিএফের চাল পাবেন। দীঘিনালা উপজেলায় মোট ৪৯৯৫ জন পুরুষ ও মহিলা ১১৬৭৫ জন ব্যাক্তি পাবে সরকারি ডিজিএফের চাল।

এর ভিতরে মেরুং ইউনিয়ন পরিষদ বরাদ্দ ডিজিএফের চাল পাবেন ১৯৬০ জন পুরুষ ও মহিলা ৪৫০০ জন, বাজেট ৬৪.২৭০ মেঃ টন চাল। বোয়ালখালী ইউনিয়ন পরিষদ বরাদ্দ ডিজিএফের চাল পাবেন ৯৮৭ জন পুরুষ ও মহিলা ২৩০৫ জন, বরাদ্দ চালের বাজেট ৩২.৯২০ মেঃ টন চাল। কবা খালী ৭৫০ জন পুরুষ ১৭৬০ জন মহিলা, বরাদ্দ বাজেট ২৫.১০০ মেঃ টন চাল। বাবুছড়া ইউনিয়ন পরিষদ বরাদ্দ ডিজিএফের চাল পাবেন পুরুষ ৬৮৬ জন, মহিলা ২২৯১ জন, বরাদ্দ বাজেট ২২,৯১০ মেঃ টন। দীঘিনালা ইউনিয়ন পরিষদ বরাদ্দ ডিজিএফের চাল পাবেন ৬৪৫ জন পুরুষ ও মহিলা ১৫০৫ জন ব্যাক্তি, বরাদ্দ চালের বাজেট ২২,৯১০ মেঃ টন।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী হিসেবে পিছিয়ে নেই।