বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টলার এক মহানুভব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মারুফ আল হাসান
উৎসর্গ: আমিনুল ইসলাম আমিন

জন্মেছিল এক অকুতোভয় সৈনিক
বীর চট্টলার সাতকানিয়ায়,
জননেত্রীর নিংড়ানো স্নেহে সিক্ত যিনি
তিনি মোদের আমিন ভাই।

একাশি সনে নিজ জনকের হস্তের ছোয়ায়
ছুটলেন রাজনীতির দ্বারে,
চট্টলার মহিউদ্দিন চৌধুরীর উদ্দীপনায়
পথচলার নবসূচনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপান ডিঙিয়ে
দীক্ষিত হন উচ্চ শিক্ষায়,
নিজ মেধার তীক্ষ্ণ তাড়নায় অগ্রস্থ হলেন
তৃণমূল হতে কেন্দ্রের সীমায়।

দুর্গম গিরির কান্তর মরুর পথ পেরিয়ে
সেবক হলেন জনতার ,
তার সহচর সাতকানিয়া-লোহাগাড়াবাসী
অর্জিত কৃতিত্বের অংশীদার।

লেখক: মারুফ আল হাসান
ছাত্র: সাতকানিয়া সরকারি কলেজ।