বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কাতার বিশ্বকাপ খেলার চুড়ান্ত পর্বে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুন, ২০১৯

স্পোর্টস ডেস্ক:
২০২২ সালের কাতার বিশ্বকাপের চূড়ান্ত বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। প্রাক-বাছাইয়ের দ্বিতীয় লেগে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টাইগাররা। ফলে প্রথম লেগে ১-০ গোলের জয়েই চূড়ান্ত বাছাই পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের দলটি।
প্রথম লেগে লাওসের বিপক্ষে তাদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকেই মাঠে নামে জেমি ডে’র শিষ্যরা। বাছাইয়ের প্রথম পর্ব পেরুনো বাংলাদেশসহ ছয় দল এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩৪ দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখানে আট গ্রুপে খেলা হবে।
মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসের ওপর আধিপত্য দেখায় স্বাগতিক দল। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামাল ভূইয়ার দল। দারুণ ফুটলব প্রদর্শন করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাতেও অবশ্য কোনো সমস্যা হয়নি। বিশ্বকাপের মূল বাছাইপর্বে সুযোগ পেয়ে গেছে।