আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
নুরুল আমিন,চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা সমিতির ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা (২৪ এপ্রিল) বিকালে কেরানীহাট হক টাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়।
ঢেমশা সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঢেমশা সমিতি চট্টগ্রাম’র প্রধান পৃষ্ঠপোষক আবু সুফিয়ান, প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব (সিআইপি)।
বিশেষ অতিথি ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, এডভোকেট ফরিদ উদ্দিন,১০নং কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী অন্যান্যদের মাঝে ঢেমশা সমিতির সহ সভাপতি আসাদুজ্জামান জনি, সহ সভাপতি বিজয় বড়ুয়া,সিঃ যুগ্ম সম্পাদক নাজির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক বশির আহমেদ, সহ সম্পাদক হুমায়ূন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন স্বাধীন, প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ পারভেজ সহ সমিতির সকল সদস্য ও ঢেমশার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ঈদুল ফিতর আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতে ও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য।
এসময় অতিথিদের ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।