আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে হবে এবং প্রযুক্তি ব্যবহারে সকলকে নিয়ন্ত্রণেও রাখতে হবে চন্দনাইশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণে এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান চন্দনাইশের আয়োজনে উপজেলা ভিডিও অডিটোরিয়াম কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যাান কর্মকর্তা ভারপ্রাপ্ত আলমগীর হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ।
এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের প্রয়োজনের অতিরিক্ত এসব ট্যাব সদর উপজেলার ১ টি সরকারী ও এমপিও ভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।