আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শাহাদাৎ হোসেন সোহাগ
খাগড়াছড়ি, দিঘীনালা
দীঘিনালা মেরুং হেডকোয়াটার মোহাম্মদ কামাল, পিতা: আবদুল খালেক নামে এক ব্যক্তির সাথে মেরুং হেডকোয়ার্টার মৃত: মোবারক হোসেন এর ফ্যামিলির সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
গতকাল ৬ মে রাত দশ ঘটিকায় অভিযুক্ত মোহাম্মদ কামাল মৃত: মোবারক হোসেন এর ফ্যামিলির সাথে জায়গা নিয়ে দদ্ধে এক পর্যায়ে মারামারি হয় মৃত: মোবারক হোসেনের মেয়ে মোছা: কুলসুমা ও তার সন্তান (১) বাচ্চাকে ভারি অস্ত্র দিয়ে আঘাত করে মোহাম্মদ কামাল (৪৫) পিতা: আব্দুল খালেক ও তার ছেলে ইমাম হোসেন (২২) ও তার মেয়ে আছমা বেগম (৩৫), ঘটনাস্থলে ভুক্তভোগী কুলসুমা আহত হয় এবং তার এক বছরের সন্তান এর মাথায় প্রচন্ড আঘাত লাগে তাৎক্ষণিকভাবে দীঘিনালা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা দেখে সেখান থেকে ডাঃ রেফার করে খাগড়াছড়ি সদর হসপিটালে পাঠানো হয়। এবং প্রাথমিক চিকিৎসায় মাথায় প্রচন্ড আঘাতের কারণে ৬-৭ টি সেলাই করা হয়।
ঘটনাস্থলে থাকা মোছা: কুসুম আক্তার (২০) জানায় মোঃ কামাল দীর্ঘদিন ধরে এমন অত্যাচার মারামারি করে আসতেছে জায়গা সম্পত্তি নিয়ে মৃত মোবারক হোসেনের ফ্যামিলির সাথে। সে এলাকার কোন গণমান্য ব্যক্তিদের সমাধান মানেন না মো:কামাল। আরেক স্থানীয় বাসিন্দা গঠনাস্থলে থাকা মোছাম্মত রোজিনা আক্তার বলে, এই কামাল এমন নিষ্ঠুর ভাবে শিশু বাচ্চার মাথায় ভারি অস্ত্র দিয়ে গুরুতর ভাবে আঘাত করে এবং মৃত মোবারক হোসেনের মেয়ে কুলসুমা বেগমকেও মারধর করে বলে জানায়।