আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রাজীব চক্রবর্ত্তী:
বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের উপ সচিব (মানব সম্পদ) ফেরদৌস রওশন আরা স্বাক্ষরিত এক স্মারক পত্রের মাধ্যমে ৫ জন জাতীয় সংসদ সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।
মনোনীত সিনেটের সদস্যরা হলেন চট্টগ্রাম-১ আসনের বহুবার নির্বাচিত সাংসদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ আসন হতে নির্বাচিত সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন হতে দুইবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-১৪ আসন হতে নির্বাচিত নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন হতে নির্বাচিত সাংসদ ওয়াসিকা আয়শা খান।
চট্টগ্রাম-১৪ সংসদীয় চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকা হতে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বিশ্ববিদ্যালয়ের সিনেটর নির্বাচিত হওয়ায় চন্দনাইশের বিভিন্ন স্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছে। তারা এটিকে চন্দনাইশের গর্বের বিষয় হিসাবে প্রকাশ করেছে। এই নিয়ে চন্দনাইশ সাতকানিয়ার বিভিন্ন স্তরের আওয়ামী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত একটি প্রাচীন ও সুখ্যাতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনেট সদস্য মনোনীত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। আমাকে দেওয়া সম্মান ও দায়িত্বকে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালন করে যাব ইনশাআল্লাহ। তাই,তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।