আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
আবদুল হাকিম রানা : চট্টগ্রামের পটিয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি কে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল গতকাল শনিবার বিকেলে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড় চত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, মুহাম্মদ ছৈয়দ, আবু ছালেহ চৌধুরী আলমগীর আলম, এম এজাজ চৌধুরী, এম এন এ নাছির, এম এ হাসেম চেয়ারম্যান, ছৈয়দ নুরুল আবছার হাসান উল্লাহ চৌধুরী ইমরান উদ্দিন বশীর, আরাফাত শাকিল আবদুল্লাহ আল নোমান, আবু তৈয়ব সোহেল সহ অনেকে। এতে হুইপের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করে বলা হয় হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে মহল বিশেষ তার বিরুদ্ধে দুদকে নামে বেনামে দরখাস্ত দিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা চালায়। দীর্ঘদিন ধরে দুদক এ অভিযোগ তদন্ত করে কোন সত্যতা না পাওয়ায় গত ৯ মে হুইপকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে
মন্ত্রিপরিষদ বিভাগে পত্র প্রেরন করে। এতে তারা বলেন হুইপ সামশুল হক চৌধুরী একজন জনবান্ধন
রাজনৈতিক নেতা ও জন নন্দিত জনপ্রতিনিধি। তার সাথে জনগন আছে। আজকের আনন্দ মিছিলের মাধ্যমে তা আরো একবার প্রমানিত হয়েছে।