আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রাম আনোয়ারার পাঁচ তরিকার পীর, আধ্যাত্মিক সাধক, ১৮ শতকের মহাকবি বেলায়তের সম্রাট আল্লামা হযরত শাহ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.) ছোট মিয়ার আওলাদে ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নুর মঞ্জিলের সাজ্জাদাশীন পীরে ত্বরিকত হযরত শাহ ছুফী একরামুল হক শাহ রজায়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার ওষখাইন গ্রামের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার ইন্তেকালে আনোয়ারা ওষখাইন গ্রামসহ দরবারের ভক্ত ও মুরিদানদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর বাবা ও ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুহাম্মাদ নাঈম উদ্দিন রজায়ীর দাদা পীর ছিলেন।
শুক্রবার (১২ মে) জুমার নামাজের পরে ওষখাইন শাহ্ আলী রজা রহঃ আলীম মাদ্রাসার ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় দরবারের বিভিন্ন মঞ্জিলের সাজ্জাদানশীন ও পীরসহ বিশ্ব নুর মঞ্জিলের অসংখ্য ভক্ত ও মুরিদানরা অংশ নেন।