আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল: স্টাফ রিপোর্টার:কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন হলবনিয়া গ্রামে, গিয়াস উদ্দিনের বিয়ে বাড়ীতে অস্ত্রের মুখে নববধূ’সহ মেহমানদের স্বর্ণ মোবাইল ফোন ডাকাতির ঘটনায়
মিজানুর রহমান, ওরফে ডাকাত মিজান (৩৩)কে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
ডাকাত মিজান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিম্মংখালী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (১১মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশলে কক্সবাজার শহর থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে বিয়ে বাড়ীর মালিক আব্দু ছালাম জানান,গত (১৩ মার্চ )সন্ধ্যা সাড়ে ৭:টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে আমার ছেলে গিয়াস উদ্দিনের বিয়ে বাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূ সাদিয়া ও স্বজনদের বেধড়ক মারধর করে নববধূ হালিমাতুস সাদিয়ার ডান কানে থাকা ৪ (চার) আনা ওজনের স্বর্ণের দুল, ১ভরি ওজনের গলার স্বর্ণের নেকলেস, গলায় থাকা সিটি গোল্ড এর একটি চেইন এবং দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় অস্ত্রধারী ডাকাত দল।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করি, যে মামলায় গ্রেফতারকৃত আসামিরা সরাসরি জড়িত,
এর আগে গত (৫মে শুক্রবার) ডাকাতির ঘটনায় জড়িত ২জনকে ও আটক করেছিলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম- এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স।এর আগে তার বিরুদ্ধে ২টি অস্ত্র ও ১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান।