আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
খাগড়াছড়ি,দীঘিনালা:অযত্নে নষ্ট হয়ে গেছে শত যাত্রী ছাউনি মেরামত করা হচ্ছে না ২ যুগ ধরে। দীঘিনালা উপজেলায় কয়েকটি যাত্রী ছাউনি ডিজিটাল হলেও সেগুলো উপভোগ করার মতো যেনো কেও নেই। কারণ, পাহাড়ি এলাকার দূর্ঘম রাস্তার পাশে অযোগ্য স্থানে যাত্রী ছাউনি অনেকে ব্যাবহার করতে দুই থেকে তিন কিলোমিটার হেটে যেতে হয় যাত্রী স্টপেজে । তাছাড়া মেরুং ইউনিয়ন কয়েকটি যাত্রী ছাউনি আছে বাজারের আশেপাশে যেই সব যাত্রী ছাউনি গুলো ব্যাবহার করতে পারেন না এলাকাবাসীর বক্তব্যে জানান। আবদুল মোতালেব (৬৩) বলেন। এই যাত্রী ছাউনি গুলো ২ যুগ আগে তৈরি করেছে বাংলাদেশ সরকারের উদ্দেগে। তবে যাত্রী ছাউনি গুলো ২০২৩ সাল পর্যন্ত এখনো আছে তবে, ব্যাবহার করার অযোগ্য হয়ে গেছে এগুলো মেরামত করলে অনেক উন্নয়ন হতো এলাকার জনগণের ।
আমরা দীঘিনালা উপজেলার কয়েকটি ইউনিয়ন দেখেছি মেরুং, বোয়ালখালী, কবাখালী, বাবু ছড়া, বেতছড়ি, মধ্যে বেতছড়ি, মধ্যে বোয়ালখালী যাত্রী ছাউনি গুলো মেরামতের উপযুক্ত হয়ে গেছে।
তবে মেরামতের উপযুক্ত যাত্রী ছাউনি মেরামত করার পরিকল্পনা আছে কি না তা জানতে আলহাজ্ব মোহাম্মদ কাশেম দীঘিনালা উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান,