আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রাম আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) সকালে উপজেলার সদর মোড়ে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সদর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে করা হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দীন সোহেল, সদস্য কলিম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নোমান, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম সহ অনেকে।
এসময় বক্তারা রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাদ কে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।