আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
“স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদু শুক্কুর,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া এ স্মার্ট ভূমি সেবা সপ্তাহ আগামী ২৮ মে পর্যন্ত চলবে। লোহাগাড়া কর্তৃক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। সেবা প্রত্যাশীদের যেকোনো সমস্যার বিষয়ে শুনানি এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে আমরা বদ্ধপরিকর।