আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শাহাদাৎ হোসেন সোহাগ
খাগড়াছড়ি দীঘিনালা:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁন কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্য লীগ সহ আওয়ামীলীগের অন্যান্য সংগঠন।
আজ বিকাল চারটার সময় দীঘিনালা পাটি অফিসের সামনে থেকে দীঘিনালা উপজেলা বাজার রাস্তা হয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সমাবেশ পালন করেন।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে দীঘিনালা উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দীঘিনালা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।
সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহ্বায়ক মোঃ বাহা উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন, ওয়ার্ড সহ বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল আলোচনা সভা পালন করা হয়।