আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া হলবনিয়া গ্রামে গিয়াস উদ্দিনের বিয়ে বাড়ীতে অস্ত্রের মুখে নববধূ’সহ স্বজনদের স্বর্ণালংকার মোবাইল ফোন ডাকাতির ঘটনায় জড়িত (২ জনকে) গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার (২১ মে) ২:টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
সুত্রে: জানা যায়, গত (১৩ মার্চ )সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে গিয়াস উদ্দিনের বিবাহ শেষে নববধূকে ঘরে নিয়ে আসার পরপরই মুখে মাস্ক পরিহিত অস্ত্রধারী ডাকাত দল বিয়ে বাড়ীতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মারিয়া নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান,এস আই ফয়সাল ও এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত হোয়াইক্যং খারাংখালী কম্বনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ জাগির হোসেন (৩৮), চট্টগ্রাম পটিয়া উপজেলার ধলঘাটা ইউনিয়নের মৌলভীবাজারে অবস্থতি মাতা মুহুরি জুয়েলার্সের মালিক লিটন ধর (৪৩)কে কুতুপালং এলাকা থেকে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেফতার করেন।
এর আগে ও ক্রমাগতভাবে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়, আসামিরা হলেন, হ্নীলা উলুচামারী কোনার পাড়া এলাকার আবুল মনজুরের ছেলে ২টি হত্যা মামলার আসামি, মোঃ রাসেল (৩২) হোয়াইক্যং ইউপির খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার আবুল মনজুরের ছেলে মোঃ ইউনুছ, এবং হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার সুলতান আহমেদের ছেলে মিজান কে।
এই নিয়ে বিয়ে বাড়ী ডাকাতির ঘটনায় ৫জনকে গ্রেফতার করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের চৌকস আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে তারা।