আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ৷
মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমানের নেতৃত্বে এ সময় উপজেলা, পৌরসভা, গাছবাড়িয়া সরকারি কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তিনি। জাতিসংঘ কমিনিটি ক্লিনিক কে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
শেখ হাসিনার এ অর্জনকে সবাই যখন স্বাগত জানাচ্ছে, তখন কিছু কুচক্রী মহল শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কেউ শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করলে তার উপযুক্ত জাবাব ছাত্রলীগ দেবে। আমরা বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে ওই কুচক্রীদের ঠাঁই নাই।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ শেখ হাসিনার অর্জন পাকিস্তানি প্রেতাত্মাদের সহ্য হয় না। তারা শেখ হাসিনার অর্জনকে মেনে নিতে পারে না। আমারা তাদের বলতে চাই, বাংলার মানুষের কষ্ট নিয়ে তাদের আর খেলতে দেওয়া হবে না। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ সদা সোচ্চার আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আমরা উন্নতদেশে পরিণত করবো।