আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বিলকিছ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা বিলকিছ খাতুন ওই এলাকার মৃত সাহেব মিয়ার স্ত্রী। এদিকে বৃদ্ধা নিহতের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) ভোরে উপজেলার কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন- চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর মাইজ পাড়া সইজ্জার বাপের বাড়ি এলাকার মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) ও তার (আলী আছকর) মেয়ে আমেনা আক্তার (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে আম গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারিতে বিলকিছ খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হন। ওই দিন তিনি প্রাথমিক চিকিৎসা নিলেও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২২ মে) রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
চন্দনাইশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. ইখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা বিলকিছ খাতুনের ছেলে মীর কাশেমের (৩৫) মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণের ব্যবস্থা করে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।