বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

খাগড়াছড়িতে বি এন পি সাবেক মন্ত্রী নোমনের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা সংঘর্ষ আহত- ৬

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ মে, ২০২৩

শাহাদাৎ হোসেন( সোহাগ)খাগড়াছড়ি:খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হামলা চালানো হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এর গাড়ী বহরের পিছন দিক থেকে। এতে ভাংচুর হয়েছে বেশ কয়েকটি গাড়ি।তবে হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা সহ আরো ৬-৭ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার সময় খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই বিষয় নিয়ে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তেজনা শুরু হয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে আওয়ামীলীগ নেতা-কর্মীরা এ হামলা চালায়। তবে বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা গাড়ী বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার পাল্টা জবাব দিয়েছে। অপরদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।