শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ গ্রাম ধলিয়া মোবাইল অপারেটর টাওয়ার সংকটে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০১৯

চাষা জহির,
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাস্থ ধীতপুর ইউনিয়নের স্বনামধন্য গ্রাম ধলিয়া।ধারণা করা হয়,বাংলাদেশের অন্যতম সেরা ও সমৃদ্ধ গ্রাম ধলিয়া।ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি,শিক্ষা,সাহিত্য,ক্রীড়া, চিকিৎস্যা ও যাতায়াত সহ প্রায় সকল দিক থেকেই সমৃদ্ধ এ গ্রাম।গ্রামটির দর্শনীয় সৌন্দর্য্য,স্থাপত্য,শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,হাসপাতাল,ব্যাংক,বিস্তৃত ক্রীড়াঙ্গন,দর্শনীয় শহীদ মিনার দেখে বাহির থেকে আগত অনেক লোক ধলিয়াকে জেলা সদর বা উপজেলা সদর ভেবে ভুল করে বসেন।আর্থ-সামাজিক দিক থেকেও গ্রামটি বেশ স্বয়ং সমৃদ্ধ।প্রবাসী ও উর্বর লোকের নগরী এ গ্রাম।বহু দেশবরেণ্য ও নন্দিত লোকের জন্মস্থান এ গ্রাম।গ্রামটিকে ঘিরে ‘ধলিয়ার ইতিকথা’ নামক পুঁথিগান শুনলে সহজেই অনুমান করা যাবে।

নানান দিক থেকে সমৃদ্ধ ধলিয়ার মানুষের আক্ষেপ,হতাশা,অপূর্ণতা ও সমস্যার কারণ মোবাইল অপারেটর নেটওয়ার্ক টাওয়ারের সংকট।দেশের বহু আধুনিকতাবর্জিত স্থানেও যেখানে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার রয়েছে,সেখানে ধলিয়ার মত আধুনিক সমৃদ্ধ গ্রাম টাওয়ার সংকটে-ভাবতেই অবাক লাগে!গ্রামটি সহ পার্শবর্তী বহুলী ও বাদেপুরুড়া গ্রামের প্রায় দুই হাজার প্রবাসী নেটওয়ার্ক সমস্যার জন্য প্রবাস থেকে ঠিকমত নিজেদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনা।নেটওয়ার্ক টাওয়ার না থাকায় গ্রামটি আধুনিক বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত উন্নয়নের প্রকৃত ছোঁয়া পাচ্ছেনা।

গ্রামের এ সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে কথা হয় ইঞ্জিনিয়ার ফাহাদ বিন জামান খান রিয়াদ,শিক্ষক ছাইফুল ইসলাম ও বৈদ্যুতিক কারিগর আশরাফুল সহ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে।তারা প্রত্যেকেই সমস্যাটির নিরসন চান।

গ্রামটির প্রতিটি অধিবাসীর প্রাণের দাবি,মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সমস্যার সমাধান অচিরেই হোক।স্থানীয় জনপ্রতিনিধি,সমাজসেবক,প্রভাবশালী ব্যক্তিবর্গ সহ সচেতন মহল এ বিষয়টি আমলে নিয়ে যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন।আর গ্রামীণফোন,রবি,এয়ারটেল,বাংলালিংক ও টেলিটক অপারেটরের কর্মকর্তাগণ ধলিয়া পরিদর্শনপূর্বক অতি দ্রুত এখানে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।