রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনীয়া উপজেলা মানবাধিকার কমিশনের ঈদ পুনর্মিলনী ও অভিষেক সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০১৯

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান রাঙ্গুনীয়া মডেল থানা সংলগ্ন সোহাগ কমিউনিটি সেন্টারে শুক্রবার (১৪ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনীয়া উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি অধ্যক্ষ কে এম মুছা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: আবুল বশর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার এম ইসকান্দর মিয়া তালুকদার। সাংগঠনিক সম্পাদক ডা. আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মো. হালিম, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, উপজেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি প্রকৌশলী অলি আহমদ, অর্থ সম্পাদক মাস্টার নির্মল দাশ, পৌরসভা মানবাধিকার কমিশনের সভাপতি রঞ্জন বড়ুয়া, মানবাধিকার নেতা সেলিম জাহাঙ্গীর, মোর্শেদুল আজিম চৌধুরী, মাহবুবুল আলম সিকদার, নাজিম উদ্দিন, জয়শ্রী মল্লীক, মো. ইদ্রিছ, এইচ এম শহিদুল্লাহ, কাজী আতাউর রহমান, শিক্ষক মো. জামাল, খিজির হায়াত, মো. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।