আজ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তগর্ত দেওয়ান হাটের পশ্চিমে লোকমান পাড়া, ভরা সাঙ্গু নদীর এলাকায় মাটি খেকো তৌহিদুল আলম প্রকাশ বাবুলের নেতৃত্বে চাষাবাদ উপযোগী দুই ফসলি কৃষি জমি হইতে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে বুধবার (৩১মে) বিকেলে স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। অভিযানে সহযোগিতা করেন চন্দনাইশ থানার একদল পুলিশ, আনসার ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগে গোপনে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, যদি কেউ কৃষি জমির মাটি কেটে নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।