মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মাতারবাড়ীতে অগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের প্রধান গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন থেকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং একটি লম্বা কিরিচসহ নাছির বাহিনীর প্রধান নাছির ডাকাত গ্রেফতার ৷

বৃহস্পতিবার (১ জুন) ভোর ৪.২০ ঘটিকার সময় মাতারবাড়ী ইউনিয়নের রাঙ্গাখালী মইন্নার ঘোনার খামারবাড়ি হইতে গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী ক্যাম্পের আইসি এসআই মোহাম্মদ ইমরান হোসেন সহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় তৈরি দুইটি পিস্তল এবং আড়াই হাত লম্বা একটি কিরিচ সহ উক্ত এলাকার দুর্ধর্ষ ডাকাত নাছির উদ্দিন (৩৩) প্রকাশ নাছির ডাকাতকে গ্রেফতার করে ৷

সূত্র জানায়, নাছির ডাকাত মাতারবাড়ী মাইজপাড়া গ্রামের আবু ছৈয়দের পুত্র ৷ সে এতই দুর্ধর্ষ ছিল যে তার ভয়ে এলাকার লোকজন ভীত ছিল। লোকমুখে একটি কথা শোনা যায় যে সে প্রায় সময় বলতো ‘দিন পুলিশের, রাত আমার’ । তার বিরুদ্ধে স্থানীয় যুলীগ নেতা জিয়াবুল হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশ আক্রান্ত মামলা সহ মোট পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারের পর এলাকার মধ্যে স্বস্তি নেমে এসেছে ৷

মহেশখালী থানার ওসি জানান, বিধি মোতাবেক তার বিরুদ্ধে অস্ত্র মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।