শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ -|- ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সড়ক দূর্ঘটনায় প্রান গেল মা ও দুই ছেলের: আহত ১

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জুন, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি :কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার পিএবি সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। নিহতরা হলেন পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের মল্লা পাড়া এলকার শফিউল আলমের স্ত্রী কহিনুর আকতার ও তার দুই ছেলে মানিক ও মিরাজ গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা ভর্তি আছেন মেয়ে সুমাইয়া। জানাযায় তারা নিহত কহিনুর ছেলেমেয়েদের পরিক্ষা শেষ হওয়ায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুনদ্বীপ এলকায় বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন শহরগামী বাস (চট্টমেট্রো জ-১১-০৭৫৮) বাস ও অপরদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা কহিনুর আক্তার নিহত হন। এ সময় এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ ছেলের মৃত্যু হয়।এসময় স্থানীয়রা ধাওয়া করে বড়উঠান পেট্রোল পাম্প এলাকায় বাসটি আটক করলেও পালিয়ে যায় চালক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও পলাতক রয়েছে চালক। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে