আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি লংগদুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ করা হয়েছে।
সোমবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে/সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহনেওয়াজ ফারুক প্রমুখ।
আলোচনা সভার আগে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।