মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাহসী অভিযানে বিয়ে বাড়ী ডাকাতির ঘটনায় এই’নিয়ে ৬জনকে আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ জুন, ২০২৩

জুবাইরুল ইসলাম জুয়েল, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া হলবনিয়া গ্রামে গিয়াস উদ্দিনের বিয়ে বাড়ীতে অস্ত্রের মুখে মারধর ও নববধূ’সহ স্বজনদের স্বর্ণালংকার মোবাইল ফোন ডাকাতির ঘটনায় (জাহিদ হোছন’সহ) এই নিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানার অধীনেস্থ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃতদের মধ্যে ৫জন আসামিকে আদালতে স্বীকারোক্তি অনুযায়ী ১৬৪ ধারায় জবানবন্দির কথা ও রয়েছে বলে জানা গেছে।

রবিবার (১১ জুন) বিয়ে বাড়ী ডাকাতির ঘটনায় পলাতক আসামি উপজেলার বাহারছড়া হলবনিয়া গ্রামের মৃত হায়দর রহমানের ছেলে জাহিদ হোছন (২৮) কে গ্রেফতার করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

সুত্রে: জানা যায়, গত (১৩ মার্চ )সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে গিয়াস উদ্দিনের বিবাহ শেষে নববধূকে ঘরে নিয়ে আসার পরপরই মুখে মাস্ক পরিহিত অস্ত্রধারী ডাকাত দল বিয়ে বাড়ীতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মারিয়া নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে সাহসী অভিযানে দফায় দফায় ৬জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তারি ধারাবাহিকতায় আজ রোববার (১১জুন) বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মছিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত উপজেলার বাহারছড়া ৫ নং ওয়ার্ডের হলবনিয়া গ্রামের মৃত হায়দর রহমানের ছেলে জাহিদ হোছন কে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার করেন।

এর আগে ও ক্রমাগতভাবে ৫ জন আসামি গ্রেফতার করা হয়, আসামিরা হলেন, হ্নীলা উলুচামারী কোনার পাড়া এলাকার আবুল মনজুরের ছেলে ২টি হত্যা মামলার আসামি, মোঃ রাসেল (৩২) হোয়াইক্যং ইউপির খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার আবুল মনজুরের ছেলে মোঃ ইউনুছ, এবং হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার সুলতান আহমেদের ছেলে মিজান, আব্দুস সালামের ছেলে জাগির হোসেন প্র: জাগির মিস্ত্রি,মৃত নিমল ধর এর ছেলে, লিটন ধর, এবং হলবনিয়া গ্রামের মৃত হায়দর রহমানের ছেলে জাহিদ হোছন কে।

বিয়ে বাড়ী ডাকাতির ঘটনায় এই নিয়ে ৬জন ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করে চরম প্রশংসায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের চৌকস আভিযানিক দল।