বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বন্যপশুর খাদ্য পূরণে বিজিবির কার্যক্রম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে রাজনগর ৩৭ বিজিবি জোনের উদ্যোগে বন্যপশুর খাবারের পরিপূর্ণতা রাখতে পাহাড়ে খাস জায়গায় বিভিন্ন রকম ফলফলাদির গাছ রোপণ করেছেন বিজিবি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টায় বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম এর দিকনির্দেশনায় জোনের মেডিকেল ক্যাপ্টেন রসূল আমিন, সহকারী পরিচালক হাফিজুর রহমান উপস্থিততে ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের জারুল ছড়া এলাকায় প্রায় ১হাজার কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির ঘাসের চারা রোপণ করা হয়েছে।

এসময় জোন অধিনায়ক বলেন, বিভিন্ন কারণে পাহাড়ে বন উজাড় হয়ে যাচ্ছে, ফলে বন্য হাতি সহ অন্যান্য পশু পাখিরা খাবারে কষ্টে লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ভাংচুর করছে। মানুষের ক্ষতি সাধনের লক্ষ্যে এবং বন্য প্রাণীর খাদ্যের ঘাটতি পূরণে আজকের বৃক্ষরোপন অভিযান।