রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জুন, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’-এ প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সপ্তাহব্যাপী আয়োজিত উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে মেডিকেল অফিসার( ডিজিজ কন্ট্রোল) ডাক্তার মুন্নি পারভীনের সঞ্চালনায় পুষ্টি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের আরএমও ডা. আবু রাশেদ মো: নুরুদ্দীন, ডা. এস. এম. রিয়াসাদ শাহাবুদ্দিন, ডা. ফারজানা কালাম লীনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, থানার ওসি (তদন্ত) এম এ বারী, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, সমাজসেবক মোসলেম মিয়া, সাংবাদিক আবু তোয়াব চৌধুরী, সাংবাদিক আমিন উল্লাহ টিপু প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।