বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় নির্মাণাধীন বিল্ডিং থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃ’ত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জুন, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন বিল্ডিং এর কাজ করতে গিয়ে মাহমুদুল করিম (৪৫) নামে এক শ্রমিক নি’হত হয়েছে। নি’হত শ্রমিক কক্সবাজার খুনাকালি ২নং ওয়ার্ড এলাকার শফিউল আলমের পুত্র।

সোমবার দুপুরে উপজেলা সদরের দরবেশহাট রোডস্থ নাজিম মৌলানার কলোনি সংলগ্ন স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদের বিল্ডিং এর পাশে রায়হান নামে এক ব্যাক্তির নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে শ্রমিকরা ওই বিল্ডিং এর কাজ করছিল। ভবনের নিজ তলায় বেইজ ঢালাই এর কাজ করতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহমুদুল হক মৃত্যু বরণ করেন। ঘটনার সাথে সাথে অন্যান্য শ্রমিককেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহেল চৌধুরী মুঠোফোনে জানান, মাহমুদুল করিম নামে এক শ্রমিককে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে নিয়ে আসে। এর পূর্বে ঘটনাস্থলে তিনি মারা যায়।

পুলিশ জানান, নি’হত শ্রমিকের লাশ উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।