মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার সদস্য সম্মেলন পাঠক সমাবেশ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার সদস্য সম্মেলন ও পাঠক সমাবেশ সম্পন্ন হয়েছে। ৫জুলাই বুধবার বিকাল ৩ টার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে উপজেলার বৃহত্তর লেখক-পাঠক ফোরাম ও কেন্দ্রীয় পাঠাগারের সদস্য সম্মেলন ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার’র সভাপতি নুর নবীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক রিয়াদ’র সঞ্চালনায় পাঠক সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে পাঠাগারের প্রাপ্তি ও প্রত্যাশা তুলে ধরেন প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ বিন শফী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেক্টর বিদ্যুৎ বিহারি, টেকনাফ সরকারি কলেজের সহকারি অধ্যাপক সন্তোষ কুমার শীল, কলতান সাহিত্য পরিষদের সভাপতি কবি আবুল হোসাইন হেলালি,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও টেকনাফ সাংবাদিক ফোরাম এর সাবেক সফল সভাপতি আশেক উল্লাহ ফারুকী, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক জিয়া উদ্দিন, হ্নীলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবি এম এরশাদ।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন,টেকনাফ উপজেলা শাখার সভাপতি এম নুর মোহাম্মদ।, আল-কাওসার জামে মসজিদের ইমামও খতীব মাওলানা তোফাইল,পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মুহিত কামাল সহ আরও লেখক-পাঠক সাহিত্যপ্রেমী সদস্য।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, টেকনাফে মাদক থেকে দূরে রাখতে পাঠাগারের কোন বিকল্প নাই। বর্তমানে যারা পাঠাগারের উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। পাঠাগারের মাধ্যম আমরাই পারবো বই দিয়ে মানুষকে সচেতন করতে। আমি আশ্বস্ত করি আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা হবে। এবং যেকোনো সহায়তা আমাদের পক্ষ থেকে থাকবে।পরবর্তী পাঠাগার সদস্যদের আনন্দ উচ্ছ্বাস এর মাধ্যমে পাঠক সমাবেশ ও সদস্য সম্মেলন সমাপ্ত হয়।