আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল এগারোটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের গরিব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান ওই এলাকার প্রবাসী মো. মিজানের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে আরিয়ানকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রশিদ হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান।