বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদ উদ্ধার, গ্রেফতার-৩

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুলাই, ২০২৩

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শফিউর রহমানের পুত্র মো. মহিউদ্দিন (৪০), একই এলাকার মৃত নুরুন নবীর পুত্র সাবেক ইউপি সদস্য নুরুল হক (৪৫) ও কেলিশহর ইউনিয়নের আবদুল মালেকের পুত্র সাবের আহমদ প্রকাশ সাইফু (৩৫)।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের রাস্তা এলাকা থেকে ১০০ লিটার ছোলাই মদ পুলিশ উদ্ধার করেছে। মদ পাচার কাজে ব্যবহৃত একটি ব্যাটারি রিক্সা জব্দ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার হাইদগাঁও ও কেলিশহর ইউনিয়ন সীমান্তের গুচ্ছগ্রাম এলাকায় ছোলাই মদ বিক্রীর বিশাল একটি সিন্ডিকেট রয়েছে। শনিবার দুপুরে মদ পাচারের খবর পেয়ে পটিয়া থানার এসআই বিল্লাল আখন্দসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। হাতেনাতে মদসহ তিনজনকে গ্রেফতার করলেও মাদক কারবারী কালু মিয়াসহ অন্যরা পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, ছোলাই মদ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রাখা হবে বলে জানান।