বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে মিলে চাঁদা আদায়, অস্ত্রসহ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুলাই, ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে বিপুল পরিমাণ অস্ত্রসহ মো. আনোয়ার (২৬) নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে দোহাজারী পৌরসভার হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক, বন্দুকের বাট ছাড়া ৩টি নল, ৩টি চাপাতি, ৫টি ছোট-বড় ছুরি, একটি ধামা উদ্ধার করা হয়।

আনোয়ার উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব হাতিয়া খোলা ঘিলাতলি এলাকার অলি আহম্মদ ফকিরের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটক আনোয়ার পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতো। তাদের সঙ্গে মিলে বাগানিদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।