আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মাতারবাড়ির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এবং নবগঠিত কমিটিতে উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া মাতারবাড়ির কৃতী সন্তানদের সাথে নিয়ে মিছিল সহকারে যোগদান করে।
শনিবার (৮জুলাই) সকাল ১১টায় মহেশখালী উপজেলা আওয়ামীলীগ অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ আশেক উল্লাহ রফিক এমপি ৷
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহেশখালী উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, বখতিয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ ৷ সঞ্চালনা করেন, শওকত ইকবাল মুরাদ সহ যুগ্ন আহবায়ক বৃন্দ।
এতে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন সূমহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।